অ্যান্ড্রয়েড ফোনে লক প্যাটার্ন ভুলে গেলে কি করবেন
Primary tabs
সবাই হয়তো লক্ষ্য করে থাকবেন যে গুগলের অ্যান্ড্রয়েড, খুব স্মার্ট। আর অ্যান্ড্রয়েড ফোনে প্রাইভেসি'র জন্য রয়েছে প্যাটার্ন লক। এই লকের কারণে ব্যবহারকারী নিজে ছাড়া অন্য কেউ ফোনে প্যাটার্ন লক জানা ব্যতীত এক্সেস করতে পারবেনা। আর এই প্যাটার্ন যদি আপনি নিজেই ভুলে যান তাহলে আর দুর্ভোগের সীমা নাই।
এধরনের সমস্যায় পড়লে রেহাই পেতে মোবাইল ফোন রিসেট ছাড়া আপনার হাতে আর কোন অপশন নাই। কেউ কেউ এটিকে হার্ড রিসেট বলছে কারণ এটি ফ্যাক্টরি সেটিংস ফিরিয়ে আনে। এবার দেখা যাক স্যামসাং গ্যালাক্সি ওয়াই রিসেট কিভাবে করা যায়-
- প্রথমেই ফোনটি শাট ডাউন করতে হবে।
- এবার ব্যাটারি রিমুভ করতে হবে।
- আবার ব্যাটারি লাগিয়ে ফেলতে হবে।
- একসঙ্গে 'up volume key', 'Power button' এবং 'Home button' চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে।
- ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে 'wipe data/factory reset' এ আনতে হবে এবং সিলেক্ট করার জন্য হোমে প্রেস করতে হবে।
- এখন নিশ্চিত করার জন্য আরেকটি স্ক্রিন আসবে। কার্সরটি সরিয়ে 'Yes' এনে আবার হোম বাটন সিলেক্ট করতে হবে।
সবশেষে আপনার মোবাইল ফোনের মূল বৈশিষ্ট্য পুনরায় বুট করা আবশ্যক।
হার্ড-রিসেট পার্শ্ব প্রতিক্রিয়া
- ইন্টারনাল মেমোরি'তে ইন্সটল করা সকল অ্যাপ হারিয়ে যাবে।
- ফোন মেমোরি'তে সেভ করা কন্টাক্ট মুছে যাবে।
- আপনাকে আবারও আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে।
তবে, এক্সটারনাল অথবা এসডি কার্ডের সকল ডেটা রয়ে যাবে।
No comments:
Post a Comment