Sunday, February 22, 2015

ঢাকায় সিটি বাস সার্ভিসসমূহ

ঢাকায় সিটি বাস সার্ভিসসমূহ- আপডেট ফেব্রুয়ারী ২০১৫


এলাকাভেদে রুটঃ

মিরপুর ১২ টু গুলিস্তান/ সদরঘাটঃ

    মিরপুর ১২ থেকে গুলিস্তান/ সদরঘাটে চলাচলকারী বাসগুলো হলো মিরপুর পরিবহন সার্ভিস লিঃ, মিরপুর-ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ।

    মিরপুর পরিবহন সার্ভিস লিঃ গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত যাত্রী পরিবহন করে। এই পরিবহনের গাড়িতে মিরপুর ১২ থেকে শেওড়াপাড়া পর্যন্ত যাত্রী উঠানো হয়।


    মিরপুর ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ মিরপুর ১২ থেকে সদরঘাট ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত চলাচল করে।


মিরপুর টু মতিঝিলঃ

    মিরপুর ১২ থেকে মতিঝিলগামী বাসগুলো হল বিআরটিসি, বিকল্প অটো সার্ভিস ও হাজী ট্রান্সপোর্ট।

    বিআরটিসি বাসগুলো মিরপুর ১২ থেকে মিরপুর ১০, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, হয়ে মতিঝিল পাশলা চত্বর পর্যন্ত চলাচল করে। মিরপুর ১২ থেকে ফার্মগেট ও মতিঝিলের ভাড়া

    বিকল্প অটো সার্ভিসের গাড়িগুলো বিআরটিসি বাসের রুটেই মতিঝিল পর্যন্ত চলাচল করে।

    হাজী ট্রান্সপোর্টের গাড়িগুলো একই পথে মতিঝিল নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে। মিরপুর ১২ থেকে ছেড়ে ফার্মগেট পর্যন্ত যাত্রী উঠানো হয়। ফার্মগেটের পর যাত্রী উঠানো হয় না।


আজিমপুর টু কুড়িল বিশ্বরোডঃ

আজিমপুর ইডেন কলেজের সামনে থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলকারী গাড়িগুলো হল উইনার ট্রান্সপোর্ট কোঃ লিঃ ও দ্বীপ বাংলা পরিবহন লিঃ। এগুলো কলাবাগান, কাওরান বাজার, বাড্ডা লিঙ্ক রোড হয়ে চলাচল করে।

    দ্বীপ বাংলা পরিবহন লিঃ আজিমপুর থেকে সিটি কলেজ, কলাবাগান, পান্থপথ, কাওরান বাজার, নাবিস্কো, গুলশান লিংক রোড ও গুলশান ১ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচল করে।

তবে উইনার ট্রান্সপোর্ট কোঃ লিমিটেডের গাড়িগুলো একইভাবে নাবিস্কো পর্যন্ত যাওয়ার পর মহাখালী হয়ে গুলশান ১ দিয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচল করে।



আজিমপুর টু উত্তরা হাউজ বিল্ডিং/আবদুল্লাহপুরঃ

আজিমপুর টু উত্তরা হাউজ বিল্ডিং/আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করে সূচনা বি.আর.এফ, ফাল্গুন আর্ট ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ ও বিআরটিসি পরিবহন।

    সূচনা বি.আর.এফ আজিমপুর এতিমখানা মোড় থেকে ছেড়ে কলাবাগান, আসাদগেট, ফার্মগেট, মহাখালী, বনানী, হয়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে।

    ফাল্গুন আর্ট ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোড হয়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে।

    বিআরটিসি  পরিবহনের গাড়িগুলো ইডেন কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্সল্যাব, কলাবাগান, আসাদগেট, খামারবাড়ী, কাকলী, বনানী হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করে।

সদরঘাট টু গাজীপুর ও চন্দ্রাঃ

সদরঘাট  থেকে সুপ্রভাত পরিবহন, আজমেরী গ্লোরী লিঃ ও স্কাইলাইন এক্সপ্রেস লিঃ গাজীপুর ও চন্দ্রা পর্যন্ত চলাচল করে।

    সুপ্রভাত পরিবহন সদরঘাট ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ছেড়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ রেলগেট, বাড্ডা, নতুন বাজার, বসুন্ধরা, কুড়িল, উত্তরা হয়ে গাজীপুর পর্যন্ত চলাচল করে।

    আজমেরী গ্লোরী লিঃ ও স্কাইলাইন এক্সপ্রেস লিঃ সদরঘাট ভিক্টোরিয়া পার্কের উত্তর পশ্চিম কর্নার থেকে ছেড়ে গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, মগবাজার, মহাখালী, এয়ারপোর্ট, আবদুল্লাহপুর, গাজীপুর বাইপাস হয়ে চন্দ্রা পর্যন্ত চলাচল করে ।


মোহাম্মদপুর টু মতিঝিলঃ

মোহাম্মদপুর  থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো হল রাজা সিটি পরিবহন লিঃ, মেগাসিটি বাস কোম্পানী লিঃ, মৈত্রী পরিবহন লিঃ ও এটিসিএল।

    রাজা সিটি পরিবহন লিঃ, মেগাসিটি বাস কোম্পানী লিঃ ও মৈত্রী পরিবহন লি এর গাড়িগুলো মোহাম্মদপুর থেকে ছেড়ে শংকর, স্টার কাবাব, ঝিগাতলা, সিটি কলেজ, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

    এটিসিএল পরিবহনের গাড়িগুলো মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সিটি কলেজ, কাঁটাবন, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।



মোহাম্মদপুর টু নতুন বাজার/দক্ষিন বনশ্রীঃ

মোহাম্মদপুর থেকে নতুন বাজার/দক্ষিন বনশ্রী পর্যন্ত চলাচল করে এমন গাড়িগুলো হল তরঙ্গ বাস কোঃ, বিআরটিসি ও তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিঃ

    তরঙ্গ বাস কোঃ ও বিআরটিসি পরিবহনের গাড়িগুলো মোহাম্মদপুর থেকে ছেড়ে আসাদগেট, ফার্মগেট, মহাখালী, তিতুমীর কলেজ, গুলশান-১, বাড্ডা হয়ে নতুন বাজার পর্যন্ত চলাচল করে।

    তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিঃ মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে শংকর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, সায়েন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মালিবাগ রেলগেট, রামপুরা বাজার হয়ে দক্ষিন বনশ্রী পর্যন্ত চলাচল করে।  

মিরপুর ১৪ টু খিলগাঁওঃ

মিরপুর ১৪ থেকে খিলগাঁও তালতলা মার্কেট পর্যন্ত চলাচল করে মাইলাইন লিঃ ও বাহন পরিবহন লিঃ। এই দুটি পরিবহনের গাড়িই মিরপুর ১৪ থেকে ছেড়ে মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, কল্যানপুর, আসাদগেট, সায়েন্সল্যাব, শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, কমলাপুর, মুগদা হয়ে খিলগাঁও পর্যন্ত চলাচল করে।  

মিরপুর ১৪ টু মতিঝিলঃ

নিসর্গ পরিবহন লিঃ ও শতাব্দী পরিবহন লিঃ মিরপুর ১৪ থেকে ছেড়ে মতিঝিল নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

    নিসর্গ পরিবহন লিঃ মিরপুর ১৪ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে মিরপুর ১০ কাজীপাড়া, আগারগাঁও, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, সায়েন্সল্যাব, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিলের নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে

    শতাব্দী পরিবহন লিঃ মিরপুর ১৪ বাসষ্ট্যান্ড থেকে মিরপুর ১৪, মিরপুর ১, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, কাঁটাবন, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিলের নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।   

মিরপুর ১৪ টু কাকলী-বনানীঃ

মিরপুর ১৪ বাসষ্ট্যান্ড থেকে কাকলী বনানী পর্যন্ত চলাচলকারী একমাত্র গাড়ি হল ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস। ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস মিরপুর ১৪ থেকে কচুক্ষেত, সৈনিক ক্লাব হয়ে কাকলী-বনানী পর্যন্ত চলাচল করে।


এছাড়া অন্যান্য সিটি বাস সার্ভিসগুলো হলোঃ

    পাঞ্জেরী

লোহারপুল (সূত্রাপুর) থেকে আবদুল্লাহপুর

ভায়াঃ মতিঝিল-গুলিস্তান-পল্টন-মগবাজার-নাবিস্কো-মহাখালী-বনানী-উত্তরা

    রাহবার

লোহারপুল (সূত্রাপুর) থেকে কোনাবাড়ী

ভায়াঃ মতিঝিল-মালিবাগ-রামপুরা-কুড়িল-উত্তরা-টঙ্গী

    রংধনু

পোস্তগোলা থেকে মোহাম্মদপুর (আদাবর)

ভায়াঃ সায়েন্সল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল-দয়াগঞ্জ

    বোরাক

পলাশী থেকে মেঘনাঘাট

    পূবালী

ইসলামপুর থেকে মতিঝিল

ভায়াঃ সাভার-গাবতলী-সায়েন্সল্যাব-গুলিস্তান।

    রাজধানী

মোহাম্মদপুর (শিয়া মসজিদ) থেকে মতিঝিল

ভায়াঃ শ্যামলী-আসাদগেট-কলাবাগান-সায়েন্সল্যাব-কাঁটাবন-শাহবাগ-গুলিস্তান।

    সুপার বাস

মতিঝিল থেকে নন্দন পার্ক

ভায়াঃ গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-শ্যামলী-গাবতলী-সাভার-নবীনগর।

    মধুমতি

কমলাপুর থেকে গুলিস্তান

ভায়াঃ মতিঝিল-ফকিরাপুল-কাকরাইল-মগবাজার-সাতরাস্তা-নাবিস্কো।

    ঢাকা পরিবহন

ঢাকা (মতিঝিল) থেকে গাজীপুর

ভায়াঃ গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-বনানী-উত্তরা-গাজীপুর-শীববাড়ী।

    মনজিল

মতিঝিল থেকে রপ্তানী

ভায়াঃ ফার্মগেট

    হিমালয়

নারায়নগঞ্জ এর মদনপুর থেকে যাত্রাবাড়ী, বাংলাদেশ ব্যাংক, মগবাজার, মহাখালী হয়ে এটি টঙ্গীব্রীজ চলে যায়।

    লাব্বায়েক পরিবহন

 যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ, মুগদা, খিলগাঁও, মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে সাভার পর্যন্ত যাতায়াত করে।



আসন ব্যবস্থাঃ

    ঢাকায় চলাচলকারী সিটি সার্ভিসগুলোতে সর্বনিম্ন ৩৫  ও সর্বোচ্চ ৬০ আসনের ব্যবস্থা রয়েছে।

    সিটিং সার্ভিসগুলো আসন মাফিক যাত্রী পরিবহন করলেও, কাউন্টার সার্ভিসের গাড়িগুলো নির্ধারিত আসনের বাইরে দাড়িয়েও যাত্রী পরিবহন করে থাকে।



টিকেট সংগ্রহ/ভাড়াঃ

    কাউন্টার সার্ভিসের গাড়িতে ভ্রমনের জন্য নির্ধারিত কাউন্টারে এসে টিকেট সংগ্রহ করতে হয়। বাসে উঠার জন্য লাইনে দাড়াতে হয়।

    সিটিং সার্ভিসের ভেতরে ভাড়া পরিশোধ করতে হয়। সিটিং সার্ভিসের গাড়িতে উঠার জন্যও লাইনে দাড়াতে হয়। আসন খালি থাকা সাপেক্ষে সিটিং সার্ভিসের গাড়িতে যাত্রী উঠানো হয়।

যাত্রী উঠা নামাঃ

    কাউন্টার সার্ভিসের গাড়িগুলোতে কাউন্টার থেকেই যাত্রী উঠানো নামানো হয়। তবে গাড়ি সিগনালে দাড়ালে যাত্রীগন নামতে পারেন কিন্তু উঠতে পারেন না।

    সিটিং সার্ভিসের গাড়িগুলোতে ছেড়ে যাওয়া স্থান থেকে আসন অনুযায়ী যাত্রী উঠানোর পর আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী স্টপেজ থেকে যাত্রী উঠানো হয়। এই সার্ভিসের যাত্রীগন যেকোন স্থানে নামতে পারেন।



গাড়ি চলাচলের সময়সূচীঃ

    সিটিং সার্ভিসের গাড়িগুলো সকাল ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত অবিরামভাবে চলাচল করে। তবে কাউন্টার সার্ভিসের গাড়িগুলো সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচল করে থাকে।

    সকাল ৭ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিসগামী যাত্রীদের চাপ বেশি থাকে।

মালামাল পরিবহনঃ

    সিটি সার্ভিসের গাড়ির ছাদে মালামাল পরিবহনের ব্যবস্থা নেই।

    তবে সিটি সার্ভিসের গাড়িগুলোতে বড় লাগেজ বা ২০ কেজি ওজনের মালামাল হলে যাত্রীকে আসনে মালামাল রেখে আসনের ভাড়া প্রদান করতে হয়।  

    কাউন্টার সার্ভিস গাড়িতে মালামাল বহনের জন্য কাউন্টারে পন্যের ভাড়া দিয়ে হেলপারের সহায়তায় পন্য রাখার স্থান বা আসন নিশ্চিত করতে হয়।

    সিটিং সার্ভিস গাড়িতে মালামাল পরিবহনের ক্ষেত্রে মালামালের ভাড়া বাসের ভেতরে প্রদান করতে হয়।

  পন্য উঠানো নামানোতে গাড়ির হেলপার সহযোগিতা করে থাকে।



গাড়ি ভাড়া নেওয়াঃ

    সিটি বাস কোম্পানীর বাসগুলো নিয়মিত যাত্রীপরিবহনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়।

    সিটি সার্ভিসের গাড়িগুলোতে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারী ছুটির দিনে যাত্রীদের চাপ কম থাকায় গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রয়োজনে মালিকগন গাড়ি ভাড়া দিয়ে থাকেন।

    গাড়ি ভাড়া নেওয়ার জন্য এ সকল গাড়ির নির্দিষ্ট অফিসে বা কাউন্টারে যোগাযোগ করতে হয়।

    সিটি সার্ভিসের গাড়িগুলো সাধারনত ঢাকার মধ্যে যেকোন জায়গায় ও ঢাকা বাইরে শহরতলী (যেমন গাজীপুর, সফিপুর, চন্দ্রা, মেঘনাঘাট, ধামরাই, সোনারগাঁও ও মাওয়া) পর্যন্ত ভাড়া নেওয়া যায়।

    গাড়ি ভাড়ার জন্য সাধারনত কোম্পানী ভেদে ৭ থেকে ১০ দিন আগে বুকিং দিতে হয়।

    ৫০% বুকিং মানি জমা দিতে হয় ।

    কোম্পানী ভেদে ২ থেকে ৫ দিন আগে বুকিং বাতিল করলে বুকিং মানি ফেরত পাওয়া যায়।

    গাড়ি ভাড়া সময় ও দুরত্বের উপর নির্ভর করে।

    গাড়ি নিয়ে ভ্রমনে যাওয়ার আগে সম্পূর্ন ভাড়া পরিশোধ করতে হয়।

    গাড়ি ভাড়া ছাড়া গ্রাহককে অন্য কোন ধরনের খরচ করতে হয় না।

    গাড়ি নষ্ট হলে বা যান্ত্রিক কোন ত্রুটি হলে ত্রুটি সারানোর ব্যবস্থা করা হয়। নতুবা অন্য একটি গাড়ি ঐ স্থানে পাঠিয়ে দেয়া হয়।    



ভাড়ার জন্য যোগাযোগ নম্বরঃ

    শতাব্দী পরিবহন লিঃ

মোবাইল: ০১৬৮০-৮৭৬২৯৬

    ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস

মোবাইল: ০১১৯৬-০৩০৮৫৭

    নিসর্গ পরিবহন লিঃ

মোবাইল: ০১১৯৭৩২২৯৩৬

    রাজা সিটি পরিবহন লিঃ

মোবাইল: ০১৭২৮-৫৮২৩৫৯

    মেগাসিটি বাস কোম্পানী লিঃ

মোবাইল: ০১১৯১৬৪৩০৮৮

    মৈত্রী পরিবহন লিঃ

মোবাইল: ০১৬৭৮-০১২৫৫০, ০১৬৭০-১০৪৭২৫, ০১৮১৯-২০৬৭৫১, ০১৮১৯-২১৭৭৪৩

    তরঙ্গ বাস কোঃ

মোবাইল: ০১১৯৯-৫৫২৮৪৪

    তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিঃ

মোবাইল: ০১৭১১-৬৭১১০৪, ০২-৮১৪৪৮৯৯

    জমজম পরিবহন লিঃ

মোবাইল: ০১৭১৪৪৯৭৭৮০, ০১৬৭২৯৮৬৮৩৬, ০১৭২০২৮৩৪৩৫, ০১৭৩৬২৫২০৫, ০১৯২৪৭১৬৮৫৬

    আজমেরী গ্লোরী লিঃ

মোবাইল: ০১৭১১০৬০৭০১

    তানজিল পরিবহন লিঃ

মোবাইল: ০১৯১৮-০৯৯৮৫৯

    বিকল্প সিটি সুপার সার্ভিস লিঃ

মোবাইল: ০১৯১২-৩১৮৭১৩

    সূচনা বি আর এফ

মোবাইল: ০১৮৩১১১৮৮৮৪

    দ্বীপ বাংলা পরিবহন লিঃ

মোবাইল: ০১১৯৫-২৭৫৩৯৮, ০১১৯৫-২৭৫৩৯৭

    তিতাস পরিবহন

মোবাইল: ০১৬৭৫৭৪১৮৬৭, ০১৬৮০-৩০৪৬৭১, ০১৭৩৩৭৮৫০৮৯, ০১৭১২০৫৫১৪৭, ০১৮১৯৪৮৩৭২৮

    এনা ট্রান্সপোর্ট

মোবাইল: ০১৯২৪-৭৬৪৫৭১, ০১৭১৬-১৩১৪৮১, ০১১৯৭২১০৬৭৬

    শিকড় পরিবহন লিঃ

মোবাইল: ০১৬৭৩৭১৪১৬২, ০১৬৭২৭৭৮৮১৬



বিবিধঃ

    কোম্পানীর সার্ভিস সম্পর্কে কোন অভিযোগ ও তথ্য থাকলে টিকেটের গায়ে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হয়।

    যেসকল গাড়ির টিকেট নেই সেসকল গাড়ির যোগাযোগ নম্বর গাড়ির ভেতরেই কাগজে লিখে সাটানো থাকে।

    বিনা টিকেটে/ভাড়ায় কোন ভাবেই ভ্রমণ করা যায় না।

    নির্ধারিত ভাড়ার অতিরিক্ত পথ ভ্রমণ করলে জরিমানা প্রদান করতে হয়।

    যাত্রাকালে যে কোন সময় টিকেট চেক করা হতে পারে তাই নির্ধারিত গন্তব্য পর্যন্ত টিকেট সংরক্ষণ করতে হয়।

    ছাত্রদের জন্য হাফ টিকেটের ব্যবস্থা রয়েছে। এজন্য আইডি কার্ড প্রদর্শন করতে হয়।
    ১২ বছরের উর্ধ্বে সকল শিশুদের ভাড়া প্রদান করতে হয়।

    মহিলা ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ৯টি আসনে পুরুষদের বসা নিষেধ। বসলেও মহিলা ও প্রতিবন্ধী যাত্রী বাসে উঠলে সিট ছেড়ে দিতে হয়।

    সিটিং সার্ভিসের গাড়িগুলোতে ওয়েবিল সাইনের পর গেটলক করে দেওয়া হয়।  

=> তথ্য সমুহ ফেব্রুয়ারী ২০১৫ তে আপডেট করা।

সংগৃহীত



No comments:

Post a Comment